শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে করোনা রোগী শূন্যের কোটায়

আপডেট : ২৩ মে ২০২০, ০৯:৪২

গত বছর ডিসেম্বরে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস উৎপত্তি হওয়ার পর দেশটিতে এই প্রথম শূণ্যের কোটায় নেমে এসেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, গত ২৪ ঘণ্টায় চীনে নতুন কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

যদিও গত একদিনে দুজনকে করোনা সন্দেহের তালিকায় রেখেছে চীন। এদের মধ্যে একজন সাংহাইতে চীনের বাইরে থেকে এসেছেন আরেকজন উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের। এদিকে চীনে উপসর্গহীন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ জন। যা এর আগের দিন ছিল ৩৫ জন। 

 চীনে উপসর্গ নিয়ে আক্রান্তদের করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়। আর উপসর্গহীন করোনায় আক্রান্তদের জন্য আলাদা তালিকা করা হয়।  

 ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৭১ জন। মারা গেছেন  ৪ হাজার ৬৩৪ জন।