শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আদালতে ভিডিও ফাঁস, বিপাকে ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ২৩ মে ২০২০, ১১:০৩

করোনা ভাইরাসের পরবর্তী এপিসেন্টার হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে প্রতিনিয়ত হু হু করে করোনা আক্রান্ত রোগী বাড়লেও লকডাউন তুলে নিতে চাইছে প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গত এক মাসে ব্রাজিলের দুজন স্বাস্থ্য মন্ত্রী পদত্যাগ করেছেন। এছাড়া ব্রাজিলের পুলিশ প্রধান হিসেবেও নিজের বন্ধুকে বসিয়েছেন জাইর বলসোনারো। এমন পরিস্থিতিতে ব্রাজিলের সুপ্রিম কোর্ট একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে স্পষ্ট উঠে এসেছে প্রশাসনের সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর দ্বন্দ্ব এবং স্বেচ্ছাচারিতার বিষয়টি।

ভিডিওটিতে দেখা যায়, মন্ত্রী সভার বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাকে পরিবর্তন না করতে পেরে হতাশা প্রকাশ করছেন এবং তার পরিববারকে রক্ষার আহ্বান জানাচ্ছেন।

ব্রাজিলের পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যে তদন্ত চলছিল সেটির অংশ হিসেবে এই ভিডিও আদালতে দেয়া হয়। তবে এ সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। 

ইত্তেফাক/এআর