শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরো ৭ দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল শুরু করছে চীন

আপডেট : ২৮ মে ২০২০, ১২:১৬

করোনা ভাইরাসের প্রকোপ কমায় শিগিগিরই আরো সাত দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল শুরু করতে যাচ্ছে চীন। বৃহস্পতিবার চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে  ।

ওই সাত দেশের মধ্যে রয়েছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ড। চলতি মাসের শুরুতেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের বিমান চলাচল শুরু হয়। এর আগে দেশটিতে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। 

চীনে করোনার প্রাদুর্ভাবের পর সীমান্তে কড়াকড়ি আনা হয়। এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচলও অনেকটাই কমিয়ে আনা হয়েছে। তবে ধীরে ধীরে আবারও সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ৯৯৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

ইত্তেফাক/এআর