মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হংকং বিশেষ সুবিধা বাতিল করতে যাচ্ছেন ট্রাম্প

আপডেট : ৩০ মে ২০২০, ১২:৩৬

 চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইনের কারণে বাণিজ্য এবং ভ্রমণ খাতে হংকংকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এমনটি জানান ট্রাম্প ।

এ সময় ট্রাম্প চীনের নতুন নিরাপত্তা আইনকে হংকং'র জন্য ট্র্যাজেডি বলে আখ্যায়িত করেন। এদিকে হংকং সরকারের পক্ষ থেকেও  জানানো  হয়েছে যে বিশেষ সুবিধা বাতিল করা হলে যুক্তরাষ্ট্রকেও এ জন্য  ভুগতে হবে।  আর চীনও  হংকং নিয়ে মধ্যস্থতা না করার  জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। 

 হংকং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য, প্রযুক্তি, শুল্কের ক্ষেত্রে  বিশেষ সুবিধা পায়। আর এই সুবিধাগুলো পরোক্ষভাবে ভোগ করে চীন।

ইত্তেফাক/এআর