বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘোড়ার পিঠে প্রাসাদ উদ্যানে রানি দ্বিতীয় এলিজাবেথ

আপডেট : ০২ জুন ২০২০, ০২:২৫

করোনা ভাইরাসের হানায় লকডাউন জারি হওয়ার পর থেকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তার সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করেছিলেন। কিন্তু এই প্রথম তাকে বাইরে দেখা গেছে লকডাউন জারি হওয়ার পর। খবর সিএনএনের।

স্থানীয় সময় রবিবার রাজপ্রাসাদের তরফ থেকে প্রকাশ করা ছবিতে দেখা যায়, তিনি উইন্ডসর প্রাসাদের উদ্যানে ঘোড়ায় চড়ে ঘুরছেন। সম্প্রতি উইন্ডসর ক্যাসেলের পাশে হোম পার্কে সবুজ জ্যাকেট এবং রঙিন স্কার্ফ পরে রানি দ্বিতীয় এলিজাবেথ ঘোড়ার পিঠে চড়েন। 

আরও পড়ুন: বাংলাদেশেকে ৩৭১ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি ইউরোপীয় ইউনিয়নের

বাকিংহ্যাম প্যালেস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রানি ১৪ বছর বয়সি বার্লমোরাল ফার্ন নামের একটি ঘোড়ায় চড়েন। রানির ঘোড়ার পিঠে চড়ার ঘটনা নতুন নয়। এর আগেও তিনি অনেকবারই চড়েছেন। এটা তার অন্যতম শখ। গত এপ্রিলেই রানি ৯৪ বছরে পা দেন। কিন্তু করোনা ভাইরাস মহামারির মধ্যে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেন তিনি। গত ৬৮ বছরের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটে। এছাড়া মধ্য জুনে রানির জন্মদিনের সম্মানে সামরিক কুঁচকাওয়াজের কর্মসূচিও বাতিল করা হয়েছে।


ইত্তেফাক/আরআই