শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা মোকাবেলায় ব্রিটেনের বিধিনিষেধকে ‘যৌন নিষেধাজ্ঞা’ আখ্যায়িত

আপডেট : ০২ জুন ২০২০, ১৭:২৮

করোনা ভাইরাস মোকাবেলায় নতুন একটি নিয়ম জারি করে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার।

মঙ্গলবার দেশটির কিছু সংবাদমাধ্যম এই বিধিনিষেধকে ‘যৌন নিষেধাজ্ঞা’ বলে আখ্যায়িত করেছে। যদিও একজন জুনিয়র মন্ত্রী বলেছেন, এই নিয়ম জনগণকে সুরক্ষিত রাখার জন্য করা হয়েছে।

সোমবার ব্রিটিশ সংশোধিত নিয়মে বলা হয়েছে, পাবলিক প্লেস বা বাড়ির ভেতরে ব্যক্তিগত জায়গায় দুই বা তার বেশি ব্যক্তি একত্রে থাকতে পারবেন না। এই নিয়মকে ব্রিটেনের একটি ট্যাবলয়েড ‘যৌন নিষেধাজ্ঞা’ বলে উল্লেখ করেছে। 

এ  বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ জুনিয়র আবাসনমন্ত্রী সাইমন ক্লার্ক এলবিসি রেডিওকে বলেন, ‘এটা এমন নয় যে, লোকেরা রাতে বাড়িতে থাকবেন না। বরং এর মানে হচ্ছে লোকেরা বাড়িতেই থাকবেন।’

তাকে আরো জিজ্ঞাসা করা হয়েছিলো, এই নিয়ম দম্পতিদের বাইরে বের হওয়ার অনুমতি দেয় কি না।

তিনি বলেন, ‘ভেতরের থেকে বাইরের খোলা বাতাসে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম। তবে অবশ্যই আমরা এই অবস্থায় লোকদের বাইরে থাকতে উত্সাহিত করছি না।’

এদিকে ইতোমধ্যে যুক্তরাজ্যে টুইটারে হ্যাশ ট্যাগ দিয়ে ‘সেক্স ব্যান’ লেখা শুরু হয়েছে। এর মাধ্যমে কেউ কেউ ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের ব্যক্তিগত জীবনের দিকে ইঙ্গিত করেছেন।

আবার কেউ প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা ডমিনির লকডাউন বিধি ভঙ্গ করার দিকে ইঙ্গিত করেছেন। খবর: রয়টার্স

ইত্তেফাক/জেডএইচ