শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পেরুতে করোনায় ২০ সাংবাদিকের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ১৪:৪৫

পেরুতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত  অন্তত ২০ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। অপ্রতুল সুরক্ষা ব্যবস্থা নিয়ে রিপোর্টিংকালে তারা করোনা আক্রান্ত হন। দেশটির সাংবাদিক ইউনিয়ন মঙ্গলবার এ কথা জানায়। 

ব্রাজিলের পরে লাতিন আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ পেরুতে করোনায় ৪ হাজার ৬শ’ লোকের মৃত্যু এবং ১ লাখ ৭০ হাজার লোক আক্রান্ত হয়েছে।

ন্যাশনাল এসোসিয়েশন অব জার্নালিস্ট এর জুলিয়ানা লেইনেস বলেছেন,“ ১ জুন পর্যন্ত গোটা দেশে আমাদের ২০ জন সহকর্মী মারা গেছেন।”

লেইনেস বলেন, এদের বেশীর ভাগই অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাস্তায়, মার্কেটে এবং হসপিটাল থেকে রিপোর্টিং করার সময় সংক্রমিত হয়েছেন। ঘরে তৈরি মাস্ক পড়ে তারা সংক্রমনের কেন্দ্রস্থল হাসপাতালগুলোতে গিয়ে রিপোর্টিং করেছে।

পেরুর অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা আমাজান অববাহিকার লোরিটোতে ৭ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশীর ভাগই ফ্রিলান্সার। 

ইত্তেফাক/এসআর