বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রিটেনে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক, না পড়লে জরিমানা

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫১

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গণপরিবহনের চালক ও যাত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। সেই সঙ্গে মাস্ক না পড়ার অপরাধে জরিমানা করা হবে বলেও জানিয়ে ব্রিটেন সরকার।

আল জাজিরার খবরে বলা হয়,  ইংল্যান্ডে বাস, সাবওয়েস এবং ট্রেনের যাত্রীদের জন্য মাস্ক পড়া বাধ্যতামূল করা হয়েছে। গণপরিবহনে চলাচলকারী যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী  ১৫ জুন থেকে নতুন এই নিয়মটি চালু করা হবে। 

ব্রিটেনের ট্রান্সপোর্ট সচিব গ্রান্ড শ্যাপস জানিয়েছেন, ভ্রমনের ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে মুখ ঢেকে রাখা। কেউ এই আইন অমান্য করলে তাকে জরিমানা গুনতে হবে।

আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৬১ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ হাজার ৯০৪ মানুষ।


ইত্তেফাক/আরআই