বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্রান্সের অভিযানে আল কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত

আপডেট : ০৬ জুন ২০২০, ১০:০০

আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের সেনাদের অভিযানে  জঙ্গি সংগঠন আল কায়েদার উত্তর আফ্রিকা অঞ্চলের নেতা আব্দুল মালেক দ্রুকদেল নিহত হয়েছেন। বুধবার সেনারা ওই অভিযান চালায় বলে জানিয়েছে  ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন,  মালির উত্তরাঞ্চলে চালানো একটি অভিযানে দ্রুকদেল এবং তার কিছু সঙ্গী নিহত হয়েছেন। ওই অভিযানে জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের একজন জ্যেষ্ঠ কমান্ডারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, সাহেল অঞ্চলে দ্রুকদেলের সহযোগী অন্যান্য জিহাদি গোষ্ঠীর নেতাদেরও নিষ্ক্রিয় করা হয়েছে। সাহেল অঞ্চলে জাতিসংঘের নেতৃত্বে বর্তমানে ৫ হাজার ফরাসি সেনা জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। এই অভিযান চলমান থাকবে বলে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ইত্তেফাক/এআর