শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা ২৫ লাখ ছাড়াল

আপডেট : ২৮ জুন ২০২০, ০৮:৫০

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

  জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ১২১ নতুন রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৪১৯ জন। এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০২ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৪৮০ জন। করোনায় বিশ্বের সর্বমোট মৃত্যু সংখ্যার প্রায় চার ভাগের এক ভাগই হয়েছে যুক্তরাষ্ট্রে। 

বার্তা সংস্থা এএফপি'র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলিনা এবং নেভাদায় একদিনে করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে  । ফ্লোরিডায় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে করোনা প্রকোপ বাড়ায় যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজ্যে আবারো কড়াকড়ি আরোপ করা হচ্ছে।  

ইত্তেফাক/এআর