শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় 'নাজেহাল' ভারত, একদিনে রেকর্ড আক্রান্ত প্রায় ২০ হাজার

আপডেট : ২৮ জুন ২০২০, ১৩:০৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিনিয়ত রেকর্ড হারে করোনায় আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯০৬ জন। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। 

রবিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশটিতে এখন করোনায় মোট আক্রান্ত ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯ হাজারের বেশি জন।  

এছাড়া গত একদিনে ভারতে করোনায় মারা গেছে ৪১০ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৯৫ জনে দাঁড়ালো।

বিশ্বে আক্রান্তের সংখ্যায় দেশটির অবস্থান চতুর্থ। এর উপরে রয়েছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। 

দেশটিতে করোনা আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে মোট আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭৩ জনের।

এরপরেই অবস্থান দিল্লির। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। মারা গেছে ২ হাজার ৫৫৮ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা এর পরে রয়েছে তামিল নাড়ু ও গুজরাট। এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর