শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: বিশ্বজুড়ে মৃত্যু ছাড়ালো ৫ লাখ 

আপডেট : ২৯ জুন ২০২০, ০৯:০৩

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এদের মধ্যে দুই তৃতীয়াংশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের। বার্তা সংস্থা এএফপি'র পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৯০ জনের। সেইসঙ্গে আক্রান্ত ১ কোটি ৯৯ হাজার ৫৭৬ জন। মৃত ও আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৭৪৭ জন মারা গেছে।  

এছাড়া মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৬২২ জনের। এবং তৃতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে (৪৩,৫৫০) ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৮ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। 

ইত্তেফাক/এসআর