শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, হিজবুল কমান্ডার নিহত 

আপডেট : ২৯ জুন ২০২০, ১০:৫২

জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে অন্তত তিন জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল মিজাহিদীনের এক কমান্ডার রয়েছে। কাশ্মীর পুলিশ সোমবার এ তথ্য জানায়। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল মিজাহিদীনের কমান্ডার মাসুদ আহমেদ ভাট ছাড়াও দক্ষিণ কাশ্মীরের খুলচোহার এলাকায় অভিযানে আরও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। 

দেশটির পুলিশ কর্মকর্তারা জানান, মাসুদের নিহত হওয়ার ঘটনায় জম্মুর পুরো দোদা জেলা সন্ত্রাসীমুক্ত হল।  

প্রতিবেদনে বলা হয়েছে, সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে তিন জন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার পর দেশটির সেনার পক্ষ থেকে জানানো হয়, অভিযানে একে রাইফেল ও দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। 

জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাঘ সিং এনডিটিভি'কে অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদের নামে ধর্ষণ মামলা ছিল এবং সে তখন থেকে পলাতক। পরবর্তীতে সে হিজবুল মুজাহিদীনে যোগ দেয়।  

ইত্তেফাক/এসআর