শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে কারখানায় ফের গ্যাস লিক, নিহত ২ 

আপডেট : ৩০ জুন ২০২০, ১০:০৩

ভারতের ফের এক কারখানা থেকে গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের এক ওষুধ কারখানায় গ্যাস লিকের ঘটনায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ওই কারখানায় থাকা আরও চার কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।  

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার রাতে বিশাখাপত্তনমের পারওয়াদা এলাকায় সাইনার লাইফ সায়েন্সেস নামের ওষুধ কোম্পানি থেকে গ্যাস লিক করে। ইতোমধ্যে কারখানাটির ফার্মাসিউটিক্যাল ইউনিট বন্ধ করে দেয়া হয়ে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।   

এএনআই'কে পারওয়াদা থানার কর্মকর্তা  উদয় কুমার জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যে দুই কর্মী মারা গিয়েছেন, তারা গ্যাস লিক করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর কোথাও গ্যাস ছড়িয়ে পড়েনি।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেইসঙ্গে এর তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। 

এর কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু এবং ১,০০০ জনের বেশি মানুষ অসুস্থ হন। 

ইত্তেফাক/এসআর