বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনিজুয়েলা

আপডেট : ৩০ জুন ২০২০, ২১:০৯

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন। ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলান্তে পেদরোসাকে ভেনিজুয়েলা ছাড়ার জন্য ৭২ ঘণ্টার সময় দিয়েছেন।

এর আগে ভেনিজুয়েলার কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রেক্ষিতে পাল্টা জবাব দিল ভেনিজুয়েলা। 

নিকোলাস মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ভেনিজুয়েলা থেকে চলে যাওয়ার জন্য বিমান ধার দেয়া হতে পারে।

আরও পড়ুন: পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলার দায় স্বীকার বেলুচিস্তান লিবারেশন আর্মির

জানা যায়, ভেনিজুয়েলার বিরোধী নেতাদের বিরুদ্ধে নির্যাতনমূলক ব্যবস্থা নেয়ার অভিযোগ তুলে দেশটির বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই