শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৮২৫

আপডেট : ৩০ জুন ২০২০, ২১:২০

করোনা ভাইরাসে সংক্রমণ প্রতিদিন বেড়েই চলছে। পাকিস্তানেও থেমে নেই করোনায় আক্রান্তের গতি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮২৫ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে লকডাউন শিথিল করার পরও গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮২৫ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯ হাজার ৩৩৭ জন।

আল জাজিরার খবরে বলা হয়, করোনা ভাইরাসের মহামারিতেও পাকিস্তানে লকডাউন প্রায় সম্পূর্ণ শিথিল করে দিয়েছে দেশটির সরকার।

খবরে বলা হয়, গত সপ্তাহ থেকে পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের কমে আসছে। আর বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে করোনা ভাইরাস পরীক্ষার সংখ্যা কমিয়ে আনায় কমে গেছে রোগীর সংখ্যাও। 

আরও পড়ুন: পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলার দায় স্বীকার বেলুচিস্তান লিবারেশন আর্মির

সোমবার প্রধানমন্ত্রী ইমরান খানের দেশে মোট ২০ হাজার ৯৩০ জন মানুষের দেহে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। গত ১৯ জুন দেশটিতে সর্বোচ্চ ৩১ হাজার ৬৮১ জনের করোনা পরীক্ষা করা হয়। 

ইত্তেফাক/আরআই