শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিঃসন্দেহে করাচি হামলায় ভারত জড়িত: ইমরান খান

আপডেট : ০১ জুলাই ২০২০, ০৭:১২

পাকিস্তানের করাচির স্টক এক্সচেঞ্জে হামলার ঘটনায় ভারত জড়িত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্ট ইমরান খান এমন দাবি করেন। 

ইমরান খান বলেন, মুম্বাইয়ে যা হয়েছিল, তারা পাকিস্তানে একই রকম ঘটনা ঘটাতে চেয়েছিল। আমাদের সন্দেহ নেই যে ভারত এটি করিয়েছে।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে জঙ্গীদের  হামলায় ১৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।   

পার্লামেন্টে ভাষণে ইমরান খান বলেন, বিগত দুমাস ধরেই এমন হামলার আশঙ্কা করছিলেন আমাদের গোয়েন্দারা। এই বিষয়ে আমার মন্ত্রিসভার সদস্যরাও জানেন।

  করাচি হামলায় যে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন তাদের প্রশংসা করে ইমরান খান বলেন, তারা পাকিস্তানের বীর।  

 গত সোমবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ভবনে হামলা চালায় ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’র সদস্যরা। এতে অন্তত ১০ জন নিহত হন। মৃতদের মধ্যে দুজন সাধারণ নাগরিক ও কমপক্ষে চারজন  বিদ্রোহী রয়েছে বলে জানা যায়। হামলার ঘটনার কিছুক্ষণ পরে বিষয়টির দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি’।

ইত্তেফাক/এআর