শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার মাস্ক নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

আপডেট : ০২ জুলাই ২০২০, ১৫:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে তিনি মাস্ক পরবেন। বুধবার যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে দেয়া সাক্ষাত করে ট্রাম্প এমনটি বলেন। 

 এর আগে মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   জনসমাগমে মাস্ক পরা থেকে বিরত ছিলেন  ট্রাম্প ।   ট্রাম্প বলতেন যে  করোনার সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

মার্কিন রিপাবলিকান দলের একজন শীর্ষ সদস্য   ট্রাম্পকে আহবান জানান যে তিনি যাতে উদাহরণ সৃষ্টি করার জন্য মাস্ক পরেন।

এর একদিন পরেই  ফক্স নিউজে  ট্রাম্প মাস্ক পরার পক্ষে মন্তব্য করেন।

ইত্তেফাক/এআর