শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়াশিংটনে বিক্ষোভ দমাতে সেনাদের বেয়োনেট দেওয়া হয়েছিল

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৮:১১

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত মাসে বিক্ষোভকারীদের দমাতে মার্কিন সেনাদের বেয়োনেট দেওয়া হয়েছিল। মার্কিন সেনাবাহিনীর একজন জেনারেল এ কথা নিশ্চিত করেছেন।

গত ২৫ মে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। জুনের শুরুতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানো হয়। আর সেনাদের জন্য বেয়োনেট ইস্যু করা হয়।

মার্কিন বার্তা সংস্থা এপির এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এ কথা স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন, এই বেয়েনোট সেনাদের খাপের মধ্যেই ছিল। কখনোই অস্ত্রের সঙ্গে লাগানো হয়নি। খবর : ইন্ডিপেন্ডেন্ট।