মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বের সামনে চীনের প্রকৃত মুখোশ উন্মোচন

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৮:২৮

লাদাখের প্যাংগংয়ে চীন যে পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের সামনে তাদের প্রকৃত মুখোশ উন্মোচন করে দিয়েছে।

দক্ষিণ এশিয়া-হেরিটেজ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো জেফ এম স্মিথ বলেছেন, ‘ভারতের পূর্ব লাদাখের প্যাংগং অঞ্চলে চীনের পদক্ষেপ বিশ্বকে বেইজিংয়ের আসল রূপ উন্মোচন করেছে।’

টুইটারে স্মিথ বলেন, ‘আমি যদি দিল্লিতে থাকতাম তাহলে চীনকে বলতাম প্যাংগংয়ে ধূসর অঞ্চল দখল করা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে দেশকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে ঐক্যবদ্ধ করতাম।’

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসিতে ভারতকে আলোচনার নীতি অব্যাহত রাখতে আহ্বান জানান জেফ এম স্মিথ। 

তিনি বলেন, ‘নিশ্চিতভাবে আমি প্রত্যাশা করছি ভারতকে আলোচনা চালিয়ে যাওয়ার।  সেই সঙ্গে এলএসিতে স্থিতাবস্থা ফিরিয়ে আনার।’

উল্লেখ্য, লাদাখের গালওয়ানে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর সংঘর্ষ হয়। সেখানে ২০ ভারতীয় সেনা নিহত হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ