শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অক্সফোর্ডের করোনা টিকা দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২০:৪২

অক্সফোর্ডের তৈরি করোনা ভাইরাসের টিকা দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম বলে দাবি করছেন বিজ্ঞানীরা।

অক্সফোর্ডের প্রতিষেধক গবেষণার প্রধান ডা. সারা গিলবার্ট  জানান, তাদের তৈরি এই প্রতিষেধক করোনার বিরুদ্ধে বছর খানেক ধরে প্রতিরোধ গড়তে সক্ষম। এই টিকা করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সফল হয়েছে। একাধিক পরীক্ষায় তার প্রমাণও মিলেছে। 

বর্তমানে অক্সফোর্ডের তৈরি করোনা ভাইরাসের টিকার শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। শেষ পর্যায়ের ট্রায়ালে আট হাজার স্বেচ্ছাসেবকের উপর টিকা প্রয়োগ করা হয়ে গিয়েছে। 

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ‘অ্যাস্ট্রা জেনিকা’র কার্যনির্বাহী প্রধান পাস্কাল সরিওট জানান, এই প্রতিষেধক এক বছর পর্যন্ত করোনার থেকে সুরক্ষা দিতে পারবে বলেই অনুমান করা হচ্ছে। 

তবে অক্সফোর্ডের প্রতিষেধক বিশেষজ্ঞ ডা. সারা গিলবার্টের দাবি, তাদের তৈরি করোনার টিকা বেশ কয়েক বছর পর্যন্ত ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম। সূত্র: জিনিউজ

ইত্তেফাক/জেডএইচ