শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৌদিতে ইয়েমেনের ড্রোন হামলা

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:৫৯

সৌদি আরবের দুইটি অঞ্চলে গভীর ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। শুক্রবার ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ইয়েমেনের কয়েকটি ড্রোন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত ও নাজরান শহরে শুক্রবার দুপুরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এই হামলায় ইয়েমেনের বিমান বাহিনী কাসেফ-টু ড্রোন ব্যবহার করে।

ইয়েমেনের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইকরায় বলা হয়, দেশটির কয়েকটি ড্রোন সৌদি আরবে গভীরে হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আরো হামলা চালানো হবে।

হামলার বিষয়ে জেনারেল সারিয়ি জানান, নাজরান বিমানবন্দরের কন্ট্রোল রুম, অস্ত্রের গুদাম এবং খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জেনারেল সারিয়ি গত বৃহস্পতিবার বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের ওপর হামলা চালানো ইয়েমেনিদের বৈধ অধিকার। আলজাজিরা, ইকরা।


ইত্তেফাক/আরআই