শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত প্রায় ২৩ হাজার

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০০:৪৪

প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে প্রায় ২৩ হাজার মানুষ। এতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ লাখ।

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন। এতে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জনে। আর ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ৪৪২ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে এই রোগে ভুগে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৫৫ জনের।

তবে খবরে বলা হয়, ভারতে করোনায় আক্রান্ত হয়েও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন। অর্থাৎ পুনরুদ্ধারের হার ৬০.৮০ শতাংশ। দেশটিতে বর্তমানে করোনা ভাইরাসে ভুগছেন এমন রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন।

এদিকে, ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এখানে মোট ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬। করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানেও আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। গত একদিনে এখানে আরও ৪ হাজার ৩২৯ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এ রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে। দিল্লিতে করোনা আক্রান্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৯৪ হাজার ছাড়িয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত ২ হাজার ৯২৩ জন করোনায় মারা গেছেন।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এছাড়াও পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০,৪৮৮ জনে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৭১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/আরআই