শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাক সীমান্তে লস্কর-ই-তৈয়বার ঘাঁটি গুঁড়িয়ে দিল আফগান, কমান্ডার নিহত 

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৯:৩৭

আফগানিস্তান-পাক সীমান্তে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। এতে ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, নানগারহারের নাইজান জেলার দূর্বাবা এলাকার সন্নিকটে স্পিনজারায় ডুরান্ড লাইনের কাছাকাছি ঘটে এই ঘটনা।

 সোমবার রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ব্যাপী চলে এই অভিযান। এতে লস্কর-ই-তৈয়বার  দুই জঙ্গি নিহত হয়।  নিহতের  মধ্যে লস্কর-ই-তৈয়বার কমান্ডার আবু বকর রয়েছে। 

এছাড়া অভিযানে দুই আফগান সেনা নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। 

ওয়ারগাহ ও তোড়দারায় লস্কর-ই-তৈয়বার ঘাঁটি স্থাপন ও আফগান বাহিনীর উপর হামলা চালানোর ঘটনার পর দেশটি এই অভিযান চালালো।    

অভিযানের সময় তালিবানের সদস্যরাও সেখানে উপস্থিত ছিল। ধারণা করা হচ্ছে, অভিযানে প্রকৃত সংখ্যার চেয়ে আরও বেশি হতাহত  লস্কর-ই-তৈয়বা ও তালেবান সদস্য। 

ইত্তেফাক/এসআর