মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে ‘মগজ খেকো অ্যামিবা’র সংক্রমণ, সতর্কতা জারি 

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১১:৫১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মগজ খেয়ে ফেলে এমন অ্যামিবা পাওয়া গেছে। ইতোমধ্যে এই অ্যামিবায় আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। দেশটির  স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।  

ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, হিলসবোরো কাউন্টির নায়েগ্লেরিয়া ফাওলেরি নামের এক অধিবাসী মগজ খেকো অ্যামিবায় আক্রান্ত হয়েছেন।  

এই আনুবীক্ষণিক, এক-কোষী অ্যামিবা মগজের মারাত্মক ক্ষতি করতে পারে। এটি স্বভাবত প্রাণঘাতি হয়ে থাকে। একদম গরম পানিতে পাওয়া যায় এই অ্যামিবা। নাকের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। জ্বর, মাথাব্যথা, বমি, পেশির খিঁচুনি দিয়ে উপসর্গ শুরু হয়। এই অ্যামিবায় আক্রান্তদের বেশিরভাগই এক সপ্তাহের মধ্যে মারা যায়। 

এই অ্যামিবার সংক্রমণ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে সাধারণত দেখা যায়। দেশটিতে ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৩৭জন রোগী পাওয়া গেছে। বিবিসি। 

ইত্তেফাক/এসআর