শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: চিলিতে মৃত্যু ছাড়ালো ১০ হাজার 

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৪:৪০

প্রাণঘাতী করোনা ভাইরাসে চিলিতে রোববার পর্যন্ত মোট ১০ হাজার ১৫৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিক্স এন্ড হেলথ (ডিইআআএস) এই তথ্য জানিয়েছে।  

ডিইআআএস'র রোববারের রিপোর্ট অনুসারে, করোনা পরীক্ষায় পজিটিভ রোগী মারা গেছে ৭ হাজার ৫৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩ হাজার ১০২ জন। 

তবে তাদের এ হিসেবের সাথে সরকারের দৈনিক রিপোর্টে গড়মিল পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, করোনায় মোট মারা গেছে ৬ হাজার ৩০৮ জন। সেইসঙ্গে   এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫৩২ জন। 

এদিকে প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা দেশটির মধ্যবিত্তদের অর্থনৈতিক সহযোগিতায় দেড়শ’ কোটি মার্কিন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। তবে এটি কংগ্রেসে অনুমোদিত হতে হবে। অনুমোদিত হলে এটি চার কিস্তিতে ভাগ করে চার বছরের জন্যে সুদবিহীন ঋণ হিসেবে দেয়া হবে।

ইত্তেফাক/এসআর