শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৬:৪৬

প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিও করোনা আক্রান্ত হন। সোমবার সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাফর মির্জা নিজেই নিজের করোনা আক্রান্তের খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। তিনি লিখেছেন, আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি। সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।  আমার হালকা উপসর্গ রয়েছে। সবাই দোয়া করবেন। 

পোস্টে মন্ত্রণালয় ও সহকর্মীদের নিয়মিত গতিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।  

এর আগে গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির করোনা শনাক্তের খবর প্রকাশিত হয়। তিনিও বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: ‘গুপ্তচর’ স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরাইল

করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা প্রায় ২ লাখ ৩২ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৬২ জনের। সেরে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার। বাকিদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় আড়াই হাজার।


ইত্তেফাক/আরআই