শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে যাওয়ায় তাজমহল খোলার সিদ্ধান্ত বাতিল

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৭:৫৫

করোনা ভাইরাসের মহামারিতে নাকাল ভারত। করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় অবস্থানে এখন ভারত। এরই মধ্যে পর্যটকদের জন্য তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে এবার করোনায় আক্রান্তের বিদ্যুৎগতি থামিয়ে দিয়েছে তাজমহল খোলার সিদ্ধান্ত।  

বিবিসি জানায়, করোনা ভাইরাসের মহামারিতেই আজ রবিবার তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। কিন্তু আগ্রা এবং পুরো ভারতজুড়ে সংক্রমণে ঊর্ধ্বগতিতে থেমে গেছে সেই সিদ্ধান্ত। তাই সময় নির্ধারিত থাকলেও তাজমহল খুলে দেয়া হচ্ছে না আজ।

এদিকে, আগ্রার ফোর্ট ও আকবরের মাজারও খুলছেনা আপাতত। তবে সব মিলিয়ে কর্তৃপক্ষ নতুন করে এসব স্থান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করবে।

আরও পড়ুন: অবশেষে লাদাখ সীমান্ত থেকে পিছিয়ে গেল ভারত-চীন

গত ২৪ ঘণ্টায় ভারতে ২৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে ৪২৫ জনের প্রাণ গেছে। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের।

ইত্তেফাক/আরআই