বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিয়ানমারের সেনাপ্রধানসহ সৌদির ২০ নাগরিক যুক্তরাজ্যে নিষিদ্ধ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৭:৫০

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের হত্যার ঘটনায় মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং ও সেনাবাহিনীর কমান্ডার সোয়ে উইনকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সোমবার বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের টার্গেট করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য রক্তের বিনিময়ে অর্থ দেওয়ার রীতি বন্ধ করা। 

এই নিষেধাজ্ঞায় টার্গেট করা হয়েছে রাশিয়ার ২৫ জন নাগরিককে। এরা আইনজীবী সের্গেই ম্যাগনিতস্কির সঙ্গে অশোভন আচরণ ও তাকে হত্যার দায়ে অভিযুক্ত।

এ ছাড়া এই অবরোধের তালিকায় রয়েছেন সৌদি আরবের ২০ জন নাগরিক। তারা সাংবাদিক জামাল খাসোগি হত্যার জন্য দায়ী। 

সৌদি আরবে যদি কেউ খুনের দায়ে অভিযুক্ত হন, তাহলে নিহতের পরিবারকে অর্থ দিয়ে রাজি করাতে পারলে, শাস্তি লাঘব হয়। একেই রক্তের বিনিময়ে অর্থ হিসাবে আখ্যায়িত করা হয়। খবর: আল জাজিরা

ইত্তেফাক/জেডএইচ