বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের বিউবোনিক প্লেগ উচ্চ ঝুঁকিসম্পন্ন নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:৫৩

চীন খুব ভালোভাবে  বিউবোনিক প্লেগ রোগটিকে নিয়ন্ত্রণ করছে । এটি এখনো উচ্চ ঝুঁকিসম্পন্ন নয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত শনিবার চীনের বায়ান নুর অঞ্চলের একটি হাসপাতালে বিউবোনিক প্লেগে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এনিয়ে ওই অঞ্চলে 'প্লেগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের স্তরের তৃতীয় সতর্কতা' ঘোষণা করা হয়েছে। এর আগেও গত নভেম্বরে চীনের ওই অঞ্চলে চার জন প্লেগ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

 এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, আমরা চীনের প্লেগ রোগটিকে পর্যবেক্ষণ করছি। চীনের কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা গভীরভাবে সেটি পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে আমরা এটিকে উচ্চ ঝুঁকিসম্পন্ন হিসেবে দেখছি না। 

 এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিউবোনিক প্লেগ একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ। সঠিক সময়ে চিকিৎসা না হলে ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির এতে মৃত্যু হতে পারে। 

ইত্তেফাক/এআর