শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জেনারেল সোলেইমানিকে হত্যা অবৈধ ছিল

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৯:০৪

বিশ্বের এক নম্বর জেনারেল হিসেবে খ্যাত ইরানের জেনারেল কাশেম সোলেইমানিকে চলতি বছরে যুক্তরাষ্ট্র কর্তৃক হত্যা ছিল অবৈধ।

জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকা্ল বিষয়ক বিশেষজ্ঞ অ্যাগনেস কাল্লামার্ড তার তদন্ত প্রতিবেদনে এই মত দিয়েছেন। গতকাল তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

নিরপেক্ষ এই বিশেষজ্ঞ এ বিষয়ে আলাদাভাবে কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি প্রতিবেদনে লিখেছেন, স্বাক্ষ্য-প্রমাণ এবং যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ভিত্তিতে বলা যায়, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, সোলেইমানি এবং তার সহযোগীদের হত্যাকাণ্ড ছিল বিচারবহির্ভূত। যুক্তরাষ্ট্র এজন্য দায়ী।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র বলছে, সোলেইমানি ইরাকে মার্কিন স্বার্থে বা স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এর কোনো প্রমাণ ওয়াশিংটন দিতে পারেনি। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই রিপোর্ট পেশ করা হবে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই কাউন্সিল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। —আলজাজিরা