শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা বৃষ্টির মতো, এতে সবাই ভিজবে: ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১২:৫৬

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াতে অবাক হননি বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি বলেন, করোনা ভাইরাস  বৃষ্টির মতো যেটায় সবাই ভিজবে।  

বলসোনারো আরও বলেন, তার যেসব উপসর্গ সবই মৃদু এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

মঙ্গলবার ব্রাজিলের এই প্রেসিডেন্ট  নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। এর আগে বলসেনারো করোনা নিয়ে ঠাট্টা করেন এবং তিনি বলেন এটা গুরুতর কিছু না। 

করোনা নিয়ে প্রথম থেকেই উদাসীন ছিলেন বলসোনারো। করোনাকে একটি ছোট ফ্লু বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের ঘোর বিরোধি ছিলেন বলসোনারো। পাশাপাশি করোনাকালে মাস্ক পরা নিয়েও অনীহা ছিলো। 

এছাড়া করোনা মহামারি পরিস্থিতির মধ্যে বলসোনারোর সঙ্গে মত বিরোধের কারণে ব্রাজিলের দুই জন স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন।

এদিকে দেশটিতে করোনায় এখন পর্যন্ত  প্রায় ৬৭ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৭ লাখ মানুষ। বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।  

ইত্তেফাক/এসআর