মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে বিদ্রোহীদের গুলিতে বাবা, ভাইসহ বিজেপি নেতা নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৩:০৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে শেখ ওয়াসিম নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নেতার সঙ্গে গুলিতে নিহত হয়েছেন তার বাবা ও ভাই। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে বান্দিপোর জেলায় এ হামলার ঘটনা ঘটে। 

 এ ঘটনায় গাফিলতির অভিযোগে  কাশ্মীরে ১০ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  ওয়াসিম বিজেপির জেলা শাখার সভাপতি ছিলেন। বুধবার রাতে ওয়াসিম বাবা বসির আহমেদ ও ভাই উমরের সঙ্গে স্থানীয় থানার কাছে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, ওই পরিবারের নিরাপত্তায় আট পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন । কিন্তু ঘটনার সময়ে তদের কেউই উপস্থিত ছিলেন না।  

এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শোক  জানিয়েছেন।

ইত্তেফাক/এআর