শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিতর্কিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধই ব্যবহার করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ১০ জুলাই ২০২০, ১৫:০২

করোনায় আক্রান্ত হওয়ার পর বিতর্কিত ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বৃহস্পতিবার বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটি জানান। এ সময় ৬৫ বছর বয়সী বলসোনারো বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করে তিনি খুব ভালো আছেন। 

ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, খুব স্পষ্টভাবে বলছি। আমি প্রতিদিন হাইড্রোক্সিক্লোরোকুইন নেই এবং এটি কাজ করছে। আমি ভালো আছি। 

করোনা চিকিৎসায়  হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে গবেষকরা দাবি করেছেন ম্যালেরিয়ার এই ওষুধ করোনা রোগীদের মৃত্যু ঝুঁকি আরো বাড়িয়ে দেয়।   এছাড়া করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা ইতোমধ্যে স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

   সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এই তালিকায় প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রাজিলে এ পর্যন্ত ৬৯ হাজার ১৮৪ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৫৯ হাজার ১০৩ জন। 

ইত্তেফাক/এআর