শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে করোনা শনাক্তে রেকর্ড, একদিনে সাড়ে ২৬ হাজারের বেশি

আপডেট : ১০ জুলাই ২০২০, ১৫:৪৯

ভারতে দিনে দিনে বেড়েই চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এ যাবতকালে ভারতে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আট লক্ষ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য-মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫০৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত। দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জন। 

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আক্রান্ত বাড়ার পাশাপাশি করোনায় মৃত্যুও ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৭৫ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হল ২১ হাজার ৬০৪ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ৯ হাজার ৬৬৭ জন।

এদিকে, রাজধানী দিল্লিতে ধারাবাহিক ভাবে বেড়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৫৮ জনে। গুজরাতেও মৃত্যুর সংখ্যা দু’হাজার পেরিয়েছে। সেখানে মোট দু’হাজার ৮ জন মারা গেছেন। ধারাবাহিক ভাবে বাড়তে বাড়তে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৬৫ জন। উত্তরপ্রদেশ (৮৬২), পশ্চিমবঙ্গ (৮৫৪) ও মধ্যপ্রদেশে (৬৩৪) মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৪৯১), কর্নাটক (৪৮৬), তেলঙ্গানা (৩৩১), হরিয়ানা (২৮৭), অন্ধ্রপ্রদেশ (২৭৭), পঞ্জাব (১৮৩), জম্মু ও কাশ্মীর (১৫৪) ও বিহার (১১৫)।

আরও পড়ুন: বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা

তবে ভারতে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ভারতে মোট চার লক্ষ ৯৫ হাজার ৫১২ জন করোনার কবল থেকে মুক্ত হলেন।

ইত্তেফাক/আরআই