শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তে রেকর্ড

আপডেট : ১০ জুলাই ২০২০, ১৬:১৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তে দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে করোনায় মৃত্যুর দিক থেকেও সারা বিশ্বের প্রথম স্থানে ডোনাল্ড ট্রাম্পের দেশ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৬৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড।

জন্স হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫৫১ জন মানুষ। 

আল জাজিরার খবরে বলা হয়, এর আগে গত বুধবার দেশটিতে সর্বোচ্চ ৬০ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এদিন মার্কিন দেশটিতে প্রায় ৬০ হাজার দুই শত মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন: ভারতে করোনা শনাক্তে রেকর্ড, একদিনে সাড়ে ২৬ হাজারের বেশি

জন্স হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রায় ৩১ লক্ষ১৮ হাজার ১৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২৯১ জন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ লাখ ৬৯ হাজার ১১১ জন করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/আরআই