বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্ষমতার অপব্যবহার করে সাবেক উপদেষ্টার শাস্তি কমালেন ট্রাম্প

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৯:৩৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে হওয়া তদন্তে আইনপ্রণেতাদের মিথ্যা বলা, তাদের কাজে বাধা দেওয়া এবং সাক্ষীদের প্রভাবিত করার দায়ে  ৪০ মাসের কারাদণ্ডে দণ্ডিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা রজার স্টোনের শাস্তি কমিয়ে দেয়া হয়েছে। নিজের ক্ষমতা বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রজার স্টোনের শাস্তি কমালেন। 

এ বিষয়ে একটি বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, রজার স্টোন ইতোমধ্যে খুব ভুগেছেন। তাকে খুব অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছে। এখন থেকে সে মুক্ত। 

 জানা গেছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার জেসাপ কারাগারে ৪০ মাসের কারাদণ্ড শুরু করার জন্য আগামী মঙ্গলবার হাজির হওয়ার কথা   ছিল ট্রাম্পের রাজনৈতিক সহযোগী স্টোনের। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে হওয়া তদন্তে আইনপ্রণেতাদের মিথ্যা বলা, তাদের কাজে বাধা দেওয়া এবং সাক্ষীদের প্রভাবিত করার দায়ে এ বছরের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা রজার স্টোনকে ৪০ মাসের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের একটি আদালত।

ইত্তেফাক/এআর