শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাপুল সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে কুয়েত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২০, ০০:২৫

কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কুয়েতের এক সেনা কর্মকর্তা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে পাপুলের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন এবং ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গাল্ফ নিউজ এ তথ্য জানানো হয়। নিউজে বলা হয়, ঘুষের বিনিময়ে পাপুলের অনেক কাজ করে দিতেন কুয়েতের এই কর্মকর্তা। কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও বসবাসের অনুমতি বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি থাকা অবস্থায় পাপুলকে অবৈধ লেনদের মাধ্যমে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ আনা হয়।

জানা যায়, পাপুল রিমান্ডে মাজেন আল-জারাহ নাম প্রকাশ করেছেন। এরপরই মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্তের আদেশ দেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ।

আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি

এরপর গত বৃহস্পতিবার এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। 

ইত্তেফাক/আরআই