বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্যাতিত নারীদের জন্য এবার বই লিখছেন মালালা

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৮:২৩

নারী অধিকার নিয়ে কাজ করা পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই এখন গোটা বিশ্বের নারীদের নিয়ে ভাবেন। নারীদের উচ্চতর আসনে তুলে আনার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

পাকিস্তানে তালেবানের গুলিতে কয়েক বছর আগে প্রাণটাই হারাতে বসেছিলেন, কিন্তু লন্ডনে চিকিৎসার পর সুস্থ হয়ে নতুন উদ্যমে নারীদের জন্য কাজ করা শুরু করেন। এ পর্যন্ত অসংখ্য ফাউন্ডেশনের সঙ্গে জড়িত হয়েছেন মালালা। তিনি নিজেই নারী সাহসিকতার অনন্য উদাহরণ।

বিশ্ব জুড়ে নারীরা যেন সাহসী হওয়ার প্রেরণা খুঁজে পান, তাদের জন্য আরেকটি বই লিখতে উদ্যোগী হয়েছেন এই তরুণী। এই বইয়ে তিনি নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরবেন যে ভয় না পেলে মানুষ কত উঁচুতে উঠতে পারে। মানুষের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে সে।

এছাড়া, নির্যাতন কিংবা চাপের মুখে যেন দমে না যান, সেই জন্য বিশ্বের সেরা ২৫ সাহসী নারীকে নিয়ে আরেকটি গ্রন্থ প্রকাশ করার ঘোষণা দিয়েছে হারপার কলিন্স পাবলিকেশন্স। এর অর্থায়ন করবে ‘মালালা ফান্ড’। আগামী বছরই বইটি বাজারে আসবে। প্রকাশক সংস্থা আশা প্রকাশ করছে, নারীদের নিয়ে মালালার স্বপ্নপূরণে সহায়তা করবে এই গ্রন্থ। —এনডিটিভি