শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খাশোগি হত্যায় মূল সন্দেহভাজন সৌদি যুবরাজ বিন সালমান: জাতিসংঘ কর্মকর্তা

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৮:৪৫

জাতিসংঘের বিশেষ দূত ও বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ অ্যাগনেস ক্যালামার্ড গতকাল তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক জামাল খাশোগি হত্যায় মূলত দায়ী সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তিনি বলেন, আমি মনে করি, তিনিই ইঙ্গিত দিয়েছিলেন বা তিনিই নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশনা ছাড়া এমন হত্যাকা– সম্ভব নয়।

তবে এ বিষয়ে তার কাছে তেমন কোনো প্রমাণ নেই উল্লেখ করে ক্যালামার্ড বলেন, হত্যাকা–ের পারিপার্শ্বিক নিদর্শন দেখে মনে হয় এমবিএস এর নির্দেশনা ছাড়া এমন ঘটনা ঘটা অসম্ভব। তিনি আরো বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিও এই তথ্য দিয়েছে বলে মনে হয়। -দ্য এক্সপ্রেস ট্রিবিউন