বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পোল্যান্ডে ট্রাম্পের জয়?

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৮:২৩

বিশ্বের যেসব দেশে বর্তমানে চরম জাতীয়তাবাদী ও বিতর্কিত শক্তির হাতে ক্ষমতা রয়েছে, পোল্যান্ড সেগুলোর মধ্যে অন্যতম। তাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বাড়তি আগ্রহ। 

রবিবারের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ আন্দ্রেই দুদা সামান্য ব্যবধানে উদারপন্থি হিসেবে পরিচিত রাফাল ত্রজাকভস্কিকে হারিয়েছেন। আন্তর্জাতিক মিডিয়ায় আন্দ্রেই দুদাকে পোলিশ ট্রাম্প বলেও উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আন্দ্রেই দুদা ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। রবিবার রাতেই দুদা জয় দাবি করেন। প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়া সত্ত্বেও ইইউ’র মৌলিক মূল্যবোধ উপেক্ষা করছেন দুদা। তিনি উদারপন্থা বিরোধী গণতন্ত্রের অন্যতম প্রবক্তা। তার জয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। —ডয়চেভেলে ও বিবিসি