শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বিশ্বে প্রায় কোটি শিশু স্কুলে না ফেরার ঝুঁকিতে’

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৯:৪১

ব্রিটেনের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বলছে, বিশ্ব জুড়ে প্রায় ৯৭ লাখ শিশু করোনা ভাইরাস মহামারির কারণে হয়তো আর কখনোই স্কুলে ফিরে আসবে না। সেভ দ্য চিলড্রেন ইউকে বলছে, এই সংকটের যে অর্থনৈতিক প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের ওপর পড়বে, তার ফলে অনেক শিশুকে হয়তো পড়াশোনা বাদ দিয়ে আগেই কাজে ঢুকে যেতে হবে। —খবর বিবিসির

প্রতিবেদনে জানানো হয়েছে, ছেলেদের তুলনায় মেয়েরাই এ ধরনের পরিস্থিতির শিকার হবে বেশি। অনেককে হয়তো আগেই বিয়ে দিয়ে দেওয়া হবে। যেসব দেশে এভাবে ছেলেমেয়েদের পড়াশোনা বাদ দিয়ে স্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি, তার মধ্যে আছে পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলো, ইয়েমেন এবং আফগানিস্তান।

প্রতিবেদনে বলা হয়েছে, সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে প্রান্তিক শিশুদের মধ্যে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, বন্ধ হওয়ার পর ৯০ শতাংশ শিশুর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করেনি। ৯১ শতাংশের বাসায় পড়াশোনা করার মতো কোনো সহযোগিতা নেই। এর ফলে এই শিশুদের ৬৫ শতাংশ বাড়িতে সামান্য পড়াশোনা করছে এবং ২৩ শতাংশ পড়াশোনা করছে না।