শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোয়ারেন্টাইনে বিরক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৯:৫৩

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো প্রায় এক সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে রয়েছেন। সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো জানান, কোয়ারেন্টাইন নিয়ে বিরক্ত তিনি। আর কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেতে নতুন করে আবারো করোনা টেস্ট করাবেন তিনি।  

এদিকে  সিএনএন ব্রাজিলকে দেয়া সাক্ষাতকারে বলসোনারো জানান, মঙ্গলবার তার নতুন করোনা টেস্টের ফলাফল বের হবে। কোয়ারেন্টাইন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এটা খুব ভয়াবহ। আমি বাড়িতে থাকার এই রুটিন মেনে নিতে পারছি না। 

সাক্ষাতকারে ব্রাজিলের প্রেসিডেন্ট আরো জানান যে, তিনি ভালো আছেন।  তার জ্বর কিংবা কোনো শ্বাসকষ্ট নেই।

  করোনা মহামারি শুরুর পর থেকেই এটিকে অবজ্ঞা করে আসছিলেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এছাড়া করোনা প্রতিরোধে ব্রাজিলের বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করারও ঘোর বিরোধি ছিলেন তিনি। 

করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭২ হাজার ৮৩৩জন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখের বেশি মানুষ। 

ইত্তেফাক/এআর