বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জীবন বাঁচাতে ছাগলের ঘরে বাঘের আশ্রয়

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১২:৫৩

বন্যার পানি থেকে জীবন বাঁচাতে ছাগলের ঘরে আশ্রয় নিয়েছে এক রয়েল বেঙ্গল টাইগার। ভারতের আসামে সোমবার ঘটেছে এই ঘটনা। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, দেশটির আসামের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ ভাগ পানিতে প্লাবিত হয়েছে। এটি বাঘ, হাতি ও অন্যান্য প্রাণিদের এলাকা। বন্যার পানি থেকে তাই বাঁচতে কাজিরাঙা জাতীয় উদ্যানের অনেক পশু উঁচু জায়গার খোঁজে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে।  

এরই প্রেক্ষিতে সেদিন কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রান্তে এক গ্রামে বাঘটি ছাগলের ঘরে আশ্রয় নেয়। ১৫ সেকেন্ডের ভিডিও দেখা যায়, বাঘটি ছাগলের ঘরে আশ্রয় নিয়েছে। তবে সেই ছাগলের ঘরও বন্যার পানিতে অনেকটা ডুবে গেছে। এজন্য বাঘের শুধু উপরের দিক দেখা গেছে, বাকি অংশ পানিতে।   

কাজিরাঙা জাতীয় উদ্যানের পক্ষ থেকে টুইটারে পোস্ট করে বলা হয়েছে, বন্যা থেকে বাঁচতে একটি বাঘ কান্দলিমারি গ্রামে ছাগলের ঘরে প্রবেশ করেছে। মানুষ এবং বাঘের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। 

এছাড়া ওই উদ্যানের পরিচালক বলেন,  বাঘটিকে সংরক্ষণ ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। 

জানা যায়, সর্বশেষ তথ্য অনুযায়ী, কাজিরাঙা জাতীয় উদ্যান প্রায় ১১৮টি বাঘ রয়েছে। এনডিটিভি, ইউপিআই।

ইত্তেফাক/এসআর