বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তেল ও গ্যাসের নতুন খনি পেল পাকিস্তান!

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৮:৪৯

খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন করে তেল এবং গ্যাসের এক খনি পেয়েছে পাকিস্তান। খনিতে থাকা তেল ও গ্যাসে পাকিস্তানের প্রতিদিনের চাহিদা খুব অল্প পূরণ হবে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

নতুন তেল ও গ্যাস খনির সন্ধান পাওয়ায় পাকিস্তানে তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। পাকিস্তান তার নিজস্ব জ্বালানি চাহিদা পূরণে প্রচণ্ডভাবে আমদানির ওপর নির্ভরশীল।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম ১৫.০৮ রুপি বা শতকরা ৪.০৭ ভাগ বেড়ে গেছে।

প্রতিদিন পাকিস্তানের জন্য ৭০০ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। সেখানে দেশটিতে ৪০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হয়। বাকি গ্যাসের চাহিদা আমাদনির মাধ্যমে পূরণ করতে হয়। সে ক্ষেত্রে শিল্প কলকারখানায় ব্যাপকভাবে লোডশেডিং দেয় পাকিস্তান।

আরও পড়ুন:  ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী ওলিকে: নেপাল কমিউনিস্ট পার্টি

পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাসে মোট ৪,০৮৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে যার মধ্যে জ্বালানি পণ্য ৯৮০ কোটি ডলারের।#

ইত্তেফাক/আরআই