শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাজিলের প্রেসিডেন্টের ফের করোনা পজিটিভ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৮:৫৫

করোনা ভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই সাংবাদিকদের এমনটি জানিয়েছেন। 

এ সময় সাংবাদিকদের ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে তিনি আবারো করোনা টেস্ট করাবেন। 

এর আগে গত সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্টের দেহে করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে বিরক্ত  হয়ে গত সোমবার ফের টেস্ট করান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। 

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলছেন যে শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন এবং টেস্টে নেগেটিভ আসলেই তিনি তার স্বাভাবিক কাজ কর্ম শুরু করবেন। 

 করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এ তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭০ হাজার ৯০৯ জন। মারা গেছেন ৭৫ হাজার ৫২৩ জন। 

ইত্তেফাক/এআর