শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: মৃত্যু থেকে দূরে থাকার ওষুধ বাতলে দিলেন ব্রিটিশ মন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০২০, ১০:২২

  করোনা ভাইরাসের প্রকোপে জর্জরিত পুরো বিশ্ব । প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা।  সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এমন পরিস্থিতিতে কম খেয়ে ওজন কম রাখলে করোনার মৃত্যুর আশঙ্কা কম। ব্রিটিশ নাগরিকদের করোনার এমনই পরামর্শ দিলেন সে দেশের জুনিয়র স্বাস্থ্য মন্ত্রী হেলেন হোয়াটলে।

তার কথা অনুযায়ী যেসব ব্যক্তিদের বডি মাস ইনডেক্স বা বিএমআই ৪০ এর বেশি তাদের করোনায় মৃত্যুর সম্ভাবনা দ্বিগুণ। তাই করোনার করাল থাবা থেকে বাঁচতে হলে খেতে হবে কম, নিয়ন্ত্রণে রাখতে হবে এই বডি মাস সূচক।

 সম্প্রতি অধিক মাত্রায় মেদ, চিনি ও লবণযুক্ত খাবারের টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপন রাত ৯ টার আগে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের  স্বাস্থ্য বিভাগ।

  এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনা থেকে সেরে উঠে ওজন কমানোর প্রতি মনযোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি খুব মোটা ছিলেন। কিন্তু করোনা থেকে সুস্থ হয়ে ফেরার পর থেকেই জোর দিয়েছেন নিজের ওজন কমানোয়। টুইট করে তিনি  লিখেছেন, ওজন কমানো কষ্টকর। তবে এই ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা করোনা থেকে নিজেদের প্রতিহত করতে পারব

ইত্তেফাক/এআর