শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টমটম সাইকেলে বিশ্ব রেকর্ড!

আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৯:৩১

টমটম সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড করেছেন দুই ব্রিটিশ নারী। তারা দুজনে ২৬৩ দিন ৮ ঘণ্টায় বিশ্বভ্রমণ করেছেন। টমটম সাইকেলে দ্রুততম সময়ে বিশ্বভ্রমণের মাধ্যমে গিনেস বুকে নাম লিখিয়েছেন তারা। গিনেস বুকে নাম লেখানো এ দুই নারী হলেন ক্যাট ডিক্সন (৫৪) এবং রাজ মার্সডেন (৫৫)। প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৬০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তারা।

মার্চের ১৮ তারিখ তাদের যাত্রা শুরু হয়েছিল লন্ডন থেকে। এরপর তারা ভ্রমণ করেছেন ফ্রান্স, মোনাকো, ইটালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, মেসেডোনিয়া, গ্রিস, তুরস্ক, জর্জিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, মরক্কো, স্পেন এবং জিব্রাল্টার।

তাদের এ বিশ্বভ্রমণের সময় তারা দাতব্য কর্মকাণ্ডের জন্য ৫০ হাজার ডলার তহবিলও সংগ্রহ করেছেন। ‘ডিসকভার ইউর ওয়ার্ল্ড’ থিমে এ বছর রেকর্ড গড়ার আহ্বান জানিয়েছিল গিনেস কর্তৃপক্ষ। ক্যাট ডিক্সন এবং রাজ মার্সডেনের এ রেকর্ড শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এ রেকর্ডের মাধ্যমে তারা পুরুষদেরও পেছনে ফেলেছেন। এর আগে ২৮১ দিনে টমটম সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ করেছিলেন লওয়েড অ্যাডওয়ার্ড কুলিয়ার এবং লুইস পল স্নেলগ্রোভ।—ইউপিআই