শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে একদিনে করোনা পরীক্ষা ৬ লক্ষাধিক, আক্রান্তে নতুন রেকর্ড

আপডেট : ৩১ জুলাই ২০২০, ১০:৪৭

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ৪২ হাজারের বেশি জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে দেশটিতে রেকর্ড ৫৫ হাজারের বেশি জন করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।  

এনিয়ে দেশটিতে টানা দ্বিতীয় দিনের মত করোনায় ৫০ হাজারের বেশি রোগী শনাক্ত হল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ভারতে করোনা পরীক্ষা ও শনাক্ত হওয়ার যে সংখ্যা তা এখন পর্যন্ত সর্বোচ্চ।   

ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বে আক্রান্তের সংখ্যায় তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন  ১০ লাখের বেশি মানুষ। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত ৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৭৯ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৭৪৭ জনে দাঁড়ালো। 

করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত ৪ লক্ষাধিক, মারা গেছে ১৪ হাজারের বেশি মানুষ। এরপরেই অবস্থান তামিল নাড়ু ও দিল্লির। 

ইত্তেফাক/এসআর