বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রের প্রথম করোনা পজিটিভ কুকুরটি মারা গেছে

আপডেট : ৩১ জুলাই ২০২০, ১১:৫৭

যুক্তরাষ্ট্রের প্রথম করোনা পজিটিভ কুকুরটি মারা গেছে।  করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে কুকুরটি ভুগছিলো বলে জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন।

প্রতিবেদনে বলা হয়, বাডি নামের জার্মান শেফার্ড জাতের সাত বছর বয়সী কুকুরটি গত এপ্রিলে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় কুকুরটির মালিক রবার্ট মাহোনে করোনা থেকে সেরে উঠছিলেন। জানা গেছে, বাডি নামক কুকুরটির শ্বাস কষ্ট এবং সর্দি ছিল। এছাড়া কুকুরটির রক্ত বমিও ছিল এবং ধীরে ধীরে সেটি দুর্বল হয়ে পড়ছিল।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত মাহোনে এবং তার স্ত্রী অ্যালিসন জানান, কুকুরটি করোনা আক্রান্ত কিনা সেটি নিশ্চিত হতে তাদের অনেক বেগ পোহাতে হয়েছে। মাহোনেই বলেন, করোনার কারণে  পশুচিকিৎসক না থাকায় অনেক জায়গায় ঘুরতে হয়েছে। আমার বুঝেছিলাম যে বাডি করোনায় আক্রান্ত।

 বাডির চিকিৎসক রবার্ট কোহেন বলেন, কুকুরের দেহে করোনার বিষয়ে আমাদের জ্ঞান একেবারেই শূণ্য ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোনো পোষা প্রাণী থেকে মানুষের মধ্যে করোনা ছড়ায় না। ন্যাশনাল জিওগ্রাফিকের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১২টি কুকুর এবং ১০টি বিড়ালের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

ইত্তেফাক/এআর